ইচ্ছে
- মিজানুর রহমান - কবিতা সমগ্র ১৯-০৫-২০২৪

আমার খুব ইচ্ছে করে নিজের মতো চলতে
সময়টাকে মূল্য দিয়ে নিজের মতো পড়তে।


হঠাৎ করেই কে জানি কি মনের মাঝে কয়
নিমিষেই সব চূর্ণ করে সবই শূন্য যেন হয়।


মনে মনে ইচ্ছে আমার অনেক বেশি পড়ার
টেবিলে বসিলেই ফুরায় স্বাদ জীবনটাকে গড়ার।


ফাস্ট ক্লাস চাকুরী করার আমার অনেক সাধ
পড়াশুনার যে অবস্থা তাতে কেমনে বাঁধি বাঁধ।


বাবা আমার ইচ্ছে পোষে ছেলে হবে অফিসার
কাটছে দিন যেমন করে তাতে হচ্ছি পাঙ্কুসার।


২০-০৫-২০১৯ ইং


শিক্ষার্থী- মিজানুর রহমান (মিজান)
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।